ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ইংল্যান্ডের ফুটবলার ওয়ালকটের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৩২, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩২, ১৬ মার্চ ২০১৬

থিও জেমস ওয়ালকট ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। আর জাতীয় দলের পাশাপাশি বর্তমানে খেলছেন আর্সেনাল ক্লাবেও। ১৯৮৯ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের স্টানমোর শহরে জন্মগ্রহন করেন তিনি। থিও জেমস ওয়ালকটের জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম থিও জেমস ওয়ালকট। তবে, সহকর্মীদের কাছে ওয়ালকট নামেই পরিচিত এই ইংলিশ উইঙ্গার। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৯৯৯ সালে প্রথম খেলা শুরু করেন নিউবার্রি ক্লাবের হয়ে। এই ক্লাবে ২০০০ সাল পর্যন্ত খেলে চলে যান সুইনডন টাউনে। সুইনডন টাউন ক্লাবের জার্সি গায়ে এক মৌসুম খেলে চলে যান সাউদাম্পটন দলে। সাউদাম্পটন ক্লাবের হয়ে খেলেন ২০০৫ সাল পর্যন্ত। ওয়ালকট ভালো খেলায় ২০০৫ সালে ডাক পেয়েছেন সাউদাম্পটনের বয়সভিত্তিক দলেও। আর এই ক্লাবে এক মৌসুমে খেলেন ২১টি ম্যাচ। ২০০৬ সালে যোগদেন আর্সেনাল ক্লাবের সঙ্গে। আর্সেনাল ক্লাবের জার্সি গায়ে ২৩০টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৫৪টি। আর এই ক্লাবের হয়ে এখনো খেলছেন এই ইংলিশ ফুটবলার। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে খেলেন ওয়ালকট। খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৬, ১৭, ১৯ ও ২১ দলে। আর ইংল্যান্ডের জাতীয় দলে খেলছেন ২০০৬ সাল থেকে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ম্যাচ খেলেছেন ৪২টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি