ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম দফার পৌরসভা নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ২৮ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২০:৪২, ২৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, প্রথম দফায় ২৪ পৌরসভায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, প্রথম দফার এই নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে।

দেশের ২৪ পৌরসভায় সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা নতুন উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি