কক্সবাজার,রাঙামাটি ও বান্দরবানে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষ
প্রকাশিত : ১৮:১৯, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৯:০৩, ২৩ মে ২০১৭
কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ; চলছে গণনা।
কক্সবাজার মহেশখালীর কালামারছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন ৪ জন। ভোট চলাকালীন কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাঙামাটির বরকলে চার নম্বর ভুষছড়া ইউনিয়নের ৭টি ওয়ার্ডে শুধুমাত্র সংরক্ষিত ও সাধারন মেম্বার প্রার্থীদের উপ-নির্বাচন হয়েছে। নির্বাচনে সংরক্ষিত মহিলা পদে ৪ জন ও সাধারন সদস্য পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রত্যেক কেন্দ্রে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
আরও পড়ুন