ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিমানের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৪ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল অ্যারো বাংলা ইন্টারন্যাশনাল। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বঙ্গবন্ধুর নির্দেশেই প্রখ্যাত শিল্পী কামরুল হাসান বিমানের লোগো ডিজাইন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার তেমন আয়োজন নেই বিমানে। কর্মকর্তারা জানান, চলমান কভিড-১৯ মহামারির কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে বিমানে তেমন কিছুর আয়োজন করা হয়নি।

এ ব্যাপারে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি সোমবার। তবে করোনা পরিস্থিতির কারণে এ উপলক্ষে বিমানের তেমন আয়োজন করা হয়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি