ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বসুন্ধরা গ্রুপের পরিচালক হত্যাকান্ডে ঘুষ নেয়ার মামলা বাতিলে তারেক রহমানসহ চারজনের আবেদন খারিজ

প্রকাশিত : ১৭:১৯, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৯, ১৬ মার্চ ২০১৬

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকান্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার মামলা বাতিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মাদ রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে এ মামলায় তারেক রহমানসহ চারজনের জামিন বহাল থাকবে। এই আদেশের ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এদিকে তারেক রহমান হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন তারেকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ২০০৬ সালের ৪ জুলাই সাব্বির খুনের ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপপরিচালক আবুল কাসেম রমনা থানায় এই মামলাটি দায়ের করেন; যাতে তারেক রহমানসহ আটজনকে আসামি করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি