ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২৬ শে এপ্রিল হংকংয়ে শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট

প্রকাশিত : ১৯:৩৩, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ১৬ মার্চ ২০১৬

summitআগামী ২৬ শে এপ্রিল হংকংয়ে শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। এই সম্মেলনে বাংলাদেশের ইতিবাচক ব্যবসার পরিবেশ বিশ্বের সামনে তুলে ধরবে আয়োজকরা। যৌথ ভাবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করছে সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। উপমহাদেশে বিনিয়োগের গুরুত্বপূর্ন ইস্যু নিয়েও আলোচনা হবে এই সম্মেলনে। অনুষ্ঠানে সিটি ব্যাংকের সিইও বলেন, সমেমলনে বাংলাদেশে সাম্ভব্য বিনিয়োগের সুযোগের ক্ষেত্রগুলো তুলে ধরা হবে। এর আগেও সিঙ্গাপুরে দুবার এবং ইংল্যান্ডে একবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এর আয়োজন করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি