ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভারত থেকে ২০ লাখ টিকা আসছে বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১৮ জানুয়ারি ২০২১

ভারত থেকে আগামী ২০ জানুয়ারি ২০ লাখ টিকা আসছে বাংলাদেশে। অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার দিচ্ছে ভারত সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি আজ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে। আগামী ২০ জানুয়ারি (বুধবার) ওই টিকা দেশে পৌঁছানোর কথা।

এর আগে আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনের প্রথম লট চলে আসবে। ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেবে। সেটাও আমরা আশা করছি যে কোনও সময় চলে আসবে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি