ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন ফ্লাইওভারের লোহার পাটাতন নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ২০:১৩, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ২০:৩০, ১৬ মার্চ ২০১৬

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন ফ্লাইওভারের লোহার পাটাতন নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে এ’ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, সতর্কতামূলক পদক্ষেপের অভাবেই নির্মম এই ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এ’ব্যাপারে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে। m deadমঙ্গলবার সকাল থেকেই ফ্লাইওভারে কাজ করছিলেন ইমন নামের এই নির্মাণ শ্রমিক। হঠাৎ উপর থেকে লোহার পাটাতন পড়লে মাথা থেতলে যায় তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমনের বাবা কবির হোসেন ওই ফ্লাইওভারেরই নির্মাণ শ্রমিক। একে দুর্ঘটনা মেনে নিয়ে মামলা না করার কথা জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ফ্লাইওভার নির্মাণে কর্তৃপক্ষ কোন ধরণের নিরাপত্তা বলয় তৈরি না করায়, প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এ’ ব্যাপরে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে থাকা রমনা থানার এক এস আই জানান, প্রশাসন আইন অনুযায়ি ব্যবস্থা নেবে। ঘটনার পর মগবাজারের ওই এলাকায় বন্ধ রয়েছে ফ্লাইওভারের নির্মাণ কাজ। এ’ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কাউকে পাওয়া যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি