ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রিজার্ভের অর্থ চুরি তদন্তে উন্নত প্রযুক্তি ও বিদেশী সংস্থার সহায়তা নেয়া হবে- বিশেষ পুলিশ সুপার সিআইডি

প্রকাশিত : ২০:৩০, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ২০:৩০, ১৬ মার্চ ২০১৬

cidবাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে উন্নত প্রযুক্তির পাশাপাশি বিদেশী সংস্থার সহায়তা নেয়া হবে বলে জানালেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লা হেল বাকি। সিআইডি’র এডিশনাল ডিআইজি সাইফুল আলমের নেতৃত্বে ২০ সদস্যের একটি টিম কাজ করছে বলেও জানান তিনি। সন্ধ্যায় সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন বিশেষ পুলিশ সুপার। তিনি আরো জানান, বুধবার দিনব্যাপী বাংলাদেশ ব্যাংকে তথ্য সংগ্রহ করে তদন্ত কমিটির সদস্যরা। ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে সব ধরণের সহয়তা পাচ্ছেন, জানিয়ে সিআইডি’র এই কর্মকর্তা জানান, অর্থ উদ্ধারের পাশাপাশি দোষীদের আইন আমনে আনা হবে। তদন্ত কমিটির সদস্যরা প্রয়োজনে দেশের বাইরে যেতে পারেন বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি