ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুশীলনে মর্যাদার আসনে বাংলাদেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১ ফেব্রুয়ারি ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির অনুশীলনের মধ্য দিয়ে এখন বিশ্ব মহলে মর্যাদার আসনে বাংলাদেশ। করোনা মহামারি, রোহিঙ্গা সমস্যাসহ নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ তার অগ্রগতি অব্যাহত রেখেছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা।
 
অনুষ্ঠানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সম্মানিত ফেলো ফারুক সোবাহান তুলে ধরেন, বঙ্গবন্ধুর সফল পররাষ্ট্রনীতির নানা দিক। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, বর্তমান প্রেক্ষাপটে নানা চ্যালেঞ্জ ও তা মোকাবেলার পথ।

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’- এমন নীতিতে বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

১৯৭২ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজ শুরু করেন বঙ্গবন্ধু। তবে কঠিন এই চ্যালেঞ্জের মাঝেও ভুলে যাননি পররাষ্ট্রনীতি প্রণয়নের কথা। দূরদৃষ্টিসম্পন্ন বঙ্গবন্ধু সেই সময়েই বিভিন্ন দেশে স্থাপন করেন বাংলাদেশ মিশন। নিজেই সফর করেন বহু দেশ। বিশ্বকে জানান দেন, শান্তিপূর্ণ ও সমতা নীতির কথা। 

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সম্মানিত ফেলো ফারুক সোবাহান তুলে ধরেন বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতির নানা দিক। 

আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির সফল বাস্তবায়ন এখন স্পষ্ট বাংলাদেশে।

তবে বর্তমান মহামারি করোনার প্রভাব, রোহিঙ্গা সমস্যাসহ নানা চ্যালেঞ্জ এখনও বাংলাদেশের সামনে। এসব সমস্যা মোকাবেলায় পররাষ্ট্রনীতির দিকে বাংলাদেশকে আরও মনোযোগী হতে হবে বলে মত বক্তাদের।

জলবায়ু, মানবপাচার, সন্ত্রাস দমনের মতো বৈশ্বিক ইস্যুর পাশাপাশি সার্ক, বিমসটেকের মতো আঞ্চলিক ইস্যুগুলোকে গুরুত্বের সাথে বিবেচনার ওপর জোর দেন তারা। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি