ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

গণতন্ত্র সূচকে বাংলাদেশের চার ধাপ অগ্রগতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ বিশ্বব্যাপী গণতান্ত্রিক সূচকের র‌্যাংকিংয়ে অগ্রগতি বজায় রেখে ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের সর্বশেষ গণতন্ত্র সূচক ২০২০-এ চার ধাপ এগিয়েছে। দি ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগের তৈরি রিপোর্টে বলা হয়েছে, দশের স্কেলে বাংলাদেশ সামগ্রিক ৫.৯৯ স্কোর নিয়ে ৭৬তম স্থানে রয়েছে।

বাংলাদেশ নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ বিভাগে অর্জন করেছে ৭.৪২, সরকারের কার্যকারিতায় ৬.০৭, রাজনৈতিক অংশগ্রহণে ৬.১১, রাজনৈতিক সংস্কৃতিতে ৫.৬৩ এবং নাগরিক স্বাধীনতায় ৪.৭১ স্কোর অর্জন করেছে।

ইআইইউ ডেমোক্রেসি ইনডেক্স ২০১৯ ও ২০১৮ সালে বাংলাদেশ যথাক্রমে ৮০তম ও ৮৮তম স্থানে ছিলো।

২০২০ সালে মোট ১৬৭টি দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ১১৬টি দেশের মোট স্কোর ২০১৯ এর তুলনায় হ্রাস পেয়েছে। ৩৮টি দেশের মোট স্কোর ২০১৯-এর তুলনায় বেড়েছে এবং ১৩টি দেশের স্কোর অপরিবর্তিত রয়েছে।
২০২০ সালের গণতন্ত্র সূচকে ১৬৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ৭৫টি বা মোটের ৪৪.৯ শতাংশকে মডেল দ্বারা গণতন্ত্র বিবেচিত হয়। ২০২০ সালে ‘পূর্ণ গণতন্ত্র’ সংখ্যা ২০১৯-এর ২২ থেকে বেড়ে ২৩ হয়েছে।

ত্রুটিপূর্ণ গণতন্ত্র’-এর সংখ্যা দু’ট কমে ৫২টিতে দাঁড়িয়েছে। বাকি সূচকের ৯২টি দেশের মধ্যে ৫৭ হলো ‘স্বৈরাচারী শাসনব্যবস্থা’, যা ২০১৯-এর ৫৪ টির চেয়ে ৩টি বেশি। ৩৫টি দেশকে ‘হাইব্রিড সিস্টেম’ বা ‘সংকর সরকার’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যা ২০১৯ সালের ৩৭টির চেয়ে কম।

২০২০ সালে বিশ্বব্যপী করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গণতন্ত্র সূচকের গড় বৈশ্বিক স্কোর ২০১৯ সালের ৫.৪৪ থেকে কমে ৫.৩৭-এ সেমে এসেছে। এটি ২০০৬ সালে সূচকটি চালু হওয়ার পর এ পর্যন্ত সবচেয়ে খারাপ আন্তর্জাতিক স্কোর।

২০২০ সালে গণতন্ত্র সূচকের এ অবনতির একমাত্র কারণ না হলেও প্রধান কারণ হলো করোনা ভাইরাস মহামারীর প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারগুলো কর্তৃক স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপ।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ডেমোক্রেসি ইনডেক্স বিশ্বব্যাপী ১৬৫টি স্বাধীন দেশ ও দুটি ভূখন্ডে গণতন্ত্রের অবস্থার একটি স্থিরচিত্র সরবরাহ করে। এটি বিশ্বের প্রায় পুরো জনসংখ্যার এবং বিশ্বের সকল দেশেসমূহের একটি বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ এর আওতায় আসে।

গণতন্ত্র সূচক পাঁচটি বিভাগের ওপর ভিত্তি করে তৈরি করা হয়: নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। এই বিভাগগুলির মধ্যে বেশ কিছু সূচকের স্কোরের ওপর ভিত্তি করে প্রতিটি দেশটি চার ধরনের শাসন ব্যবস্থার মধ্যে একটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় হয় : পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড বা সংকর সরকার ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি