ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২১

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরী আর নেই।

তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সফিকুল হক চৌধুরীর বয়স হয়েছিল ৭০ বছর। ১৯৪৯ সালে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

সফিকুল হক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে সমাজ বিজ্ঞানে বিএ ও ১৯৬৯ সালে সমাজ বিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারী কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে পরে চাকরিতে যোগদান করেননি।

তিনি ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠা করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সফিকুল হক।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি