৫৫ পৌরসভায় মেয়র হলেন যারা (ভিডিও)
প্রকাশিত : ১২:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২১
চতুর্থ দফায় দেশের ৫৫টি পৌরসভার নির্বাচনে অধিকাংশটিতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। এ দফায় ২৯টি পৌরসভায় ইভিএমে আর ২৬টিতে ভোট হয় ব্যালটের মাধ্যমে।
এ ধাপের মোট ৫৫টি পৌরসভার মধ্যে ৪৮টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির মাত্র একজন প্রার্থী জয় পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের তিন বিদ্রোহী ও এক স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) এসব পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়।
বান্দরবানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ ইসলাম বেবী,
টাঙ্গাইলের গোপালপুরে বিজয়ী হন আওয়ামী লীগের রকিবুল হক ছানা,
পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিপুল চন্দ্র হাওলাদার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগের হাসান কাদির গনু,
চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগের রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।
এদিকে রাজশাহীর তাহেরপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ,
সাতক্ষীরায় বিএনপির তাজকিন আহমেদ চিশতী;
বাগেরহাটে আওয়ামী লীগ খান হাবিবুর রহমান;
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগের সামছুল হক;
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের তাকজিল খলিফা কাজল;
জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের শফিক জাহেদী রবিন;
হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।
জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের রাবেয়া সুলতানা;
আক্কেলপুরে আওয়ামী লীগের শহিদুল আলম চৌধুরী;
চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের আবুল খায়ের পাটওয়ারী;
কচুয়ায় আওয়ামী লীগের নাজমুল আলম স্বপন;
ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের শশধর সেন;
ত্রিশালে স্বতন্ত্র এবিএম আনিসুজ্জামান;
ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগের আঞ্জুমান আরা বন্যা;
রাণীশংকৈল পৌরসভায় মোস্তাফিজুর রহমান;
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আওয়ামী লীগের সৈয়দ মনিরুল ইসলাম;
নেত্রকোণায় আওয়ামী লীগের আলহাজ্ব নজরুল ইসলাম;
সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগের লুৎফুর রহমান বিজয়ী হন।
যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের কামরুজ্জামান বাচ্চু;
চৌগাছায় আওয়ামী লীগের নুর উদ্দীন আল মামুন হিমেল;
মুন্সিগঞ্জের মিরকাদিমে আওয়ামী লীগের আব্দুস ছালাম;
লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগের এম মেজবাহ উদ্দিন;
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের মাজেদুল বারী নয়ন;
নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগের ভিপি নিজাম উদ্দিন;
সোনাইমুড়ীতে আওয়ামী লীগের ভিপি নুরুল হক;
বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের সুভাষ চন্দ্র শীল;
নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের মোশারফ হোসেন প্রধান মানিক;
রাজবাড়ীতে সতন্ত্র আলমগীর হোসেন তিতু;
শেরপুরে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন;
শ্রীবরদীতে আওয়ামী লীগের মোহাম্মদ আলী;
লালমনিরহাটে স্বতন্ত্র রেজাউল করিম স্বপন;
পাটগ্রামে আওয়ামী লীগের রাশেদুল ইসলাম সুইট;
কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগের হাজ্বী মুসলেম উদ্দীন;
হোসেনপুরে আওয়ামী লীগের আব্দুল কাইয়ুম খোকন;
বাজিতপুরে আওয়ামী লীগের আনোয়ার হোসেন আশরাফ;
ভিডিওতে দেখুন-
এনএস/
আরও পড়ুন