ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)।

আজ বুধবার বেলা ৩ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও নেতাকর্মী রেখে গেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিজায় উদ্দিন বাসসকে জানান, আবুল হাসনাত আজ বুধবার বেলা ৩ টায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি র্দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

আজ বুধবার বাদ এশা চকবাজার জামে মসজিদে মরুহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি