ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮৫তম জন্মদিন স্মরণে তাঁর জীবনীগ্রন্থ প্রকাশনা উৎসব হবে আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগস্থ পাঠক সমাবেশ কেন্দ্রে স্টুডেন্ট ওয়েজের উদ্যোগে প্রাবন্ধিক-গবেষক এম আবদুল আলীম রচিত ‘আনিসুজ্জামান’ গ্রন্থের প্রকাশনা-উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আজিজুল হক।

গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেবেন গবেষক তাশরিক-ই-হাবিব, কবি ওবায়েদ আকাশ এবং কবি-প্রাবন্ধিক পিয়াস মজিদ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি