ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

আজ সম্প্রীতি সংলাপ : ‘বিশ্বজুড়ে একুশে’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২১

আজ ২০ ফেব্রয়ারি, শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে সম্প্রীতি সংলাপ : ‘বিশ্বজুড়ে একুশে’। 

সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়- এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে থাকবেন-  একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী, বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, বিশিষ্ট সাংবাদিক (নয়াদিল্লি) জয়ন্ত ঘোষাল।

সংলাপে সূচনা বক্তব্য রাখবেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

আয়োজনটি দেখা যাবে- https://www.facebook.com/sampritee.bangladesh এই লিংকে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সম্প্রীতি বাংলাদেশ প্রতি সপ্তাহে নিয়মিত দুটি ওয়েবিনার করে আসছে। প্রতি শনিবার ফেসবুক লাইভে সম্প্রীতি সংলাপ ও প্রতি বুধবার টেলিমেডিসিন সম্প্রচার করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় আজ শনিবার রাত ৯টায় সম্প্রীতি সংলাপের ৫৪তম পর্বে ‘বিশ্বজুড়ে একুশে’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি