ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আজ থেকে ৪১ বছর আগে শেষ জন্মদিন পালন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রকাশিত : ০৯:১৭, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:১৭, ১৭ মার্চ ২০১৬

আজ থেকে ৪১ বছর আগে শেষ জন্মদিন পালন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনাড়ম্বর সেই আয়োজনের কিছু দুলর্ভ ছবি তুলেছিলেন চিত্রশিল্পী পাভেল রহমান। যিনি স্বাধীন বাংলাদেশের স্থপতির জীবনের অনেক ঘটনারও সাক্ষী। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি জীবনে ছিলেন খুবই সাদামাটা। দেশের রাষ্ট্রপতি থাকার পরেও ১৯৭৫ এ শেষ জন্মদিন পালন করেন অনাড়ম্বরভাবে। সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির সেই জন্মদিনের ছবি তুলেছিলেন চিত্রশিল্পী পাভেল রহমান। এতো বছর ধরে সযতেœ রেখেছেন ইতিহাসের এই মহান ব্যাক্তির ছবিগুলোকে। টেবিলে সারি সারি সাজানো ক্যামেরাগুলো মুছেন আর অনেকটা আপন মনেই বলছিলেন বঙ্গবন্ধুর সাথে সেই সময়ের নানা স্মৃতির কথা। ক্যামেরা নিয়েই তিনি ঘুরে বেরিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। আর তা ধারণ করেছেন বইয়েও। ঘুরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও। যা পেয়েছেন তাই ক্যামেরা বন্দী করেছেন। তার এই নেশার কারণে বঙ্গবন্ধুর মধুর রোষানলেও পড়েছিলেন তিনি। জাতির জনকের শেষ জন্মদিনের যে দুলর্ভ মূহূর্ত পাভেল রহমান তুলে ধরেছেন তা ইতিহাস হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি