ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সেক্রেটারি ব্লিঙ্কেনের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেনের সাথে ফোনে কথা বলেছেন।

সেক্রেটারি ব্লিঙ্কেন এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবেলা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসাথে কাজ করার বিষয়ে আলোচনাকরেছেন। 

দুই নেতা বার্মা, রোহিঙ্গা শরনার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান এবং শ্রম ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। সেক্রেটারি ব্লিঙ্কেন ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতমবার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন এবং উভয় নেতা দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি