ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেক্রেটারি ব্লিঙ্কেনের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেনের সাথে ফোনে কথা বলেছেন।

সেক্রেটারি ব্লিঙ্কেন এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবেলা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসাথে কাজ করার বিষয়ে আলোচনাকরেছেন। 

দুই নেতা বার্মা, রোহিঙ্গা শরনার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান এবং শ্রম ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। সেক্রেটারি ব্লিঙ্কেন ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতমবার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন এবং উভয় নেতা দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি