ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্যারিসে হামলার পরিকল্পনায় সন্দেহভাজন ৪ জনকে আটক

প্রকাশিত : ০৯:২৫, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:২৫, ১৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ফ্রান্সের প্যারিসে আবারও হামলা পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা- এমন আশংকায় ৪ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সেন্ট ডেনিস শহরে অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে আটক করা হয়। পুলিশ জানায়, এরমধ্যে একজন সিরিয়ার আইএসের সঙ্গে যোগাযোগ করে এবং আবারও হামলার পরিকল্পনা করেছিল। তার সঙ্গে বাকি তিনজনও এ পরিকল্পনা অংশ নেয় বলে ধারণা করা হচ্ছে। নভেম্বরে হামলার পর থেকে ওই ব্যক্তিকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশী অভিযানে দুই সন্ত্রাসীর নিহতের ঘটনার পরদিন ফ্রান্সে এ আটকের ঘটনা ঘটলো। গেল ১৩ই নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহতের পর থেকে দেশটিতে জরুরী অবস্থা চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি