কারওয়ান বাজারে পাইকারি মার্কেটে আগুন
প্রকাশিত : ২২:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১
রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ শনিবার রাত নয়টার পর আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সূত্র।
এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ জানান, রাত নয়টা আট মিনিটে আগুনের সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নেভাতে গেছে।
আগুনে কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
আরকে//
আরও পড়ুন