ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফিফার সভাপতি নির্বাচিত হলে ফুটবলের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন জিয়ান্নি ইনফাটিনো

প্রকাশিত : ১৪:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৬

fifaফুটবলের বিশ্ব সংস্থা ফিফার নির্বাচনে সভাপতি নির্বাচিত হলে ফুটবলের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন সভাপতি প্রার্থী জিয়ান্নি ইনফাটিনো। সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে নিজের প্রত্যাশার কথা জানান এই ফুটবল সংগঠক। এই সময় সাবেক একাধিক বিশ্বসেরা ফুটবল তারকা ও হেভিওয়েট কোচ উপস্থিত ছিলেন। আসছে নির্বাচনে তারা ইনফাটিনোকে সমর্থন জানিয়েছেন। গত বছর নানা অনিয়মের অভিযোগ ফিফার সভাপতি সেফ ব্লাটারসহ একাধিক শীর্ষ কর্মকর্তা পদচ্যুত হন। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিফার সর্বোচ্চ পর্যায়ে যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনের দাবী ওঠে। আগামী ২৬ ফেব্র“য়ারী সুইজারল্যান্ডের জুরিখে ফিফার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি