ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টি-টুয়েন্টি নারী বিশ্বকাপে আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ১৩:৫৭, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ১৭ মার্চ ২০১৬

টি-টুয়েন্টি নারী বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যাঙ্গালোরে খেলাটি শুরু হবে বিকেল ৪টায়। টুর্নামেন্টে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ব্যাঙ্গালোরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে বাংলাদেশের নারি ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান তোলে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৯১ রান তোলে জাহানারা বাহিনী। তবে আগের ম্যাচ নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাড়াতে চায় তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি