ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

এইচ টি ইমাম এর কফিনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ৪ মার্চ ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এইচ টি ইমাম এর কফিনে আজ বৃহস্পতিবার ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

এইচ টি ইমাম বৃহস্পতিবার (মার্চ) রাত ১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন, এইচ টি ইমাম এর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি! বাংলাদেশের সামগ্রিক রাজনীতি, অর্থনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, আজ আমাদের বেদনার দিন, আমাদের পরম শ্রদ্ধেয় গুণিজন এইচ টি ইমামের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত! তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি