ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৭ মার্চ ২০২১

সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা। আজ রোববার (৭ মার্চ) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

একটি বিজ্ঞপ্তিতে ৩২২ জনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে নিয়োগ করা হলো।’

আরেক বিজ্ঞপ্তিতে ১৫ জনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‌‘নিম্নবর্ণিত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হলো।’ 

প্রশাসনিক পদ হওয়ায় সাধারণ নিয়ম অনুযায়ী উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার হতে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে তাদের যোগদানপত্র email:sal@mopa.gov.bd এ প্রেরণ করতে বলা হয়েছে।

এর মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন। বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি