ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তদের জীবন ধারন কঠিন হয়ে উঠবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪৫, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেটের কর কাঠামোর কারনে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন ধারন কঠিন হয়ে উঠবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ৭ দশমিক ৪ শতাংশ জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে জানিয়ে আগামী বছর মূল্যস্ফীতি বাড়ার আশংকাও করছে সিপিডি।
দুপুরে রাজধানীর একটি হোটেলে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর্যালোচনা তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি।
এতে প্রস্তাবিত বাজেটের নানা দিক বিশ্লেষন করে সিপিডি বলছে, বাজেটে আয় ও ব্যায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাতে অসংগতি রয়েছে । গেলো কয়েক বছরের বাজেটে মেগা প্রকল্পের বরাদ্দ পুরোপুরি খরচ হয়নি, তারপরও এখাতে বরাদ্দ বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছে গবেষনা সংস্থাটি।
প্রায় ৩ হাজার কোটি টাকার, থোক, বরাদ্দের সমালোচনা করে সিপিডি। কেবল জনপ্রশাসন নয় বাজেট বাস্তবায়নে জন প্রতিনিধিদের সম্পৃক্ততা আরো বাড়ানোর তাগিদ দিয়েছে সিপিডি।
এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দের্য়াও সমালোচনা করে সিপিডি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি