ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে শপথ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ৮ মার্চ ২০২১

আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নিয়েছেন নারী অধিকার কর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে ‘আমরাই পারি’ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

‘করোনাকালে বিশ্বে নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমতা অর্জনে নারী নেতৃত্ব নিশ্চিত করি’ এ স্লোগানে শপথ নেন তারা। নারীর বিরুদ্ধে সকল প্রকার নির্যাতনকে অন্যায়, অন্যায্য ও অনৈতিক অপরাধ হিসেবে গণ্য করার দাবি উঠে এ সময়ে। কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে সকলের সহযগিতা চান তারা।

'আমরাই পারি' জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হকের সঞ্চালনায় জোটের জাতীয় কমিটির সদস্য ফওজিয়া খন্দকার ইভা, শিপা হাফিজা, এমবি আখতারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং 'আমরাই পারি'র ৪৮টি জেলার জেলা জোটের আহ্বায়করা অনলাইন কর্মসূচিতে যুক্ত ছিলেন।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি