ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

প্রকাশিত : ১৫:২৯, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:২৯, ১৭ মার্চ ২০১৬

childern dayসারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। মেহেরপুরে দিবসটি উপলক্ষে সকালে শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। দিনব্যাপী আয়োজন করা হয়েছে সেচ্ছায় রক্তদান কর্মসূচী, ধর্মীয় প্রার্থনা, শিশুদের চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তৃতা এবং আলোচনা সভার। বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ভৈরবে সকালে দুর্জয় মোড়ে থেকে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে র‌্যালী বের হয়। এছাড়াও গাইবান্ধা, ময়মনসিংহ, বরিশাল, পাবনা সহ সারাদেশে পালিত হচ্ছে দিবসটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি