ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রংপুরে তামাক চাষীদের অনশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ১১ মার্চ ২০২১ | আপডেট: ১৭:২৯, ১১ মার্চ ২০২১

তামাক শিল্পের বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও প্রতিযোগিতামুলক বাজার রক্ষার দাবিতে রংপুরে অনশন কর্মসুচি পালন করছে তামাক চাষীরা।

বৃহস্পতিবার সকাল ৯টায়  দুপুর ২ টা পর্যন্ত রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার পাবলিক লাইব্রেরীর মাঠে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় তামাক শিল্পে জড়িত চাষীরা বলেন, দেশে ব্যবসারত ২৬টি সিগারেট কোম্পানির মধ্যে ২৪টিই শতভাগ দেশীয় মালিকানাধীন। আর দু’টি বিদেশি মালিকানাধীন। বর্তমানে সিগারেটের দাম ও কর হার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিগুলোকে একই কাতারে আনা হয়েছে। এতে চাষীদের পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে লাখ লাখ বিড়ি শ্রমিকও। বিড়ি কারখানা বন্ধ  হওয়া আয়ের পথ বন্ধ হয়ে পথে বসছে লাখো শ্রমিক। 

তামাক শিল্পকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করে চাষ বৃদ্ধির ব্যবস্থাসহ চাষীদের স্বার্থ সংরক্ষণের দাবি জানানো হয়।

পরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তামাক চাষীদের সাথে আলোচনা করে তাদের দাবি সমুহের সহমত পোষন করে, চাষীদের পানি খাইয়ে তাদের অনশন প্রত্যাহর করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি