ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পদ্মশ্রী পদক পেলেন বাংলাদেশি জহির ও সনজীদা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১১ মার্চ ২০২১

পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় পালিয়ে একাত্তরের রণাঙ্গণে অবসরপ্রাপ্ত কর্ণেল সাজ্জাদ আলী জহির। জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর ভেতরে ভেতরে পালানোর প্রস্তুতি নেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান তিনি। এখন মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কাজে ব্যস্ত। অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কর্নেল (অব) সাজ্জাদ আলী জহির এবং সংস্কৃতি অঙ্গনের পুরোধা সনজীদা খাতুন পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী। 

১৯৭১ সালের ৭ই মার্চ, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা। ওই সময়ে কাজী সাজ্জাদ আলী জহির পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত। বঙ্গবন্ধুর সেই ভাষণটি গোপনে শুনলেন কুড়ি বছরের টগবগে তরুণ কাজি সাজ্জাদ আলী জহির। 

আর্টিলারি কোরে কমিশন পাওয়ার পর তার পোস্টিং শিয়ালকোটে। জাতির পিতার ভাষণ শোনার পর পালিয়ে ভারত হয়ে দেশে ফেরেন; যোগ দেন মুক্তিযুদ্ধে।

মুক্তিযোদ্ধা ও গবেষক কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক) বলেন, এই আরাম-আয়েশের জীবন, এতো বেতন, এতো সুযোগ-সুবিধা- এটা ছেড়ে মৃত্যুর মুখে চলে যাবো, কোথায় যুদ্ধ হচ্ছে জানি না, কি করবো জানি না কিন্তু জানি একটা কথা- আমার জাতি আক্রমণাত্মক হয়েছে। তাই পাকিস্তান ত্যাগ করেছিলাম।

মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানে বাংলাদেশ সরকার এই বীর মুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক খেতাব প্রদান করে। দীর্ঘদিন পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর খুঁজে বের করে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন তিনি। বর্তমানে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণায় ব্যস্ত। মুক্তিযুদ্ধ ও গবেষণায় অবদানে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা।

বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক) বলেন, এটা আমাকে পাবলিক সার্ভিসের জন্য দেয়া হয়েছে। আমি ওদের সঙ্গে কথা বলেছিলাম সেটা হচ্ছে এই- দেশমাতৃকার জন্য, জনমানুষের জন্য আমি যুদ্ধ করেছিলাম ৭১ সালে।

পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন দেশের প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব সনজীদা খাতুনও। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গানে গানে প্রতিবাদী হয়েছিলেন তিনি। সনজীদা খাতুন একাধারে রবীন্দ্র সঙ্গীতশিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক।
ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি