ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটে তামাক চাষীদের অনশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১২ মার্চ ২০২১ | আপডেট: ২০:৪০, ১৪ মার্চ ২০২১

বিদেশি কোম্পানির আগ্রাসন থেকে রক্ষা করে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা ও তামাক চাষীদের সুরক্ষার দাবীতে অনশন করেছে তামাক চাষীরা। রোববার সকাল ১০টায়  লালমনিরহাটে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে দেশীয়  তামাক চাষী কল্যাণ সমিতির এ অনশন করে তারা। 

অনশনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার আহবায়ক মোঃ ওয়াহেদ আলী। এসময় বক্তারা বলেন, বিদেশী সিগারেট কোম্পানীর আগ্রাসনে দেশীয় কোম্পানীগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। কর নির্ধারণে দেশীয় ও বিদেশী সিগারেটে কর হার একই কাতারে আনায় এসমস্যা সৃষ্টি হয়েছে। 

এতে করে দেশের বিড়ির কারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। বেকার হয়ে পড়ছে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক। দেশীয় চাষি ও শ্রমিকদের কথা বিবেচনা করে অবিলম্বে প্রধানমন্ত্রী ঘোষিত ২০১৮সালের নীতিমালা বাস্তবায়নের দাবী জানান তারা। 

পরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন তামাক চাষীদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে ফলের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি