ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নামিবিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত : ১৪:২১, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ । কক্সবাজারের শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামে নামিবিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা । নামিবিয়াকে মাত্র ৬৫ রানে অল আউট করে ৩৪ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যুবা টাইগাররা। ম্যাচের সেরা হয়েছেন সালেহ আহমেদ শাওন । bd wiদু দলের এই লড়াই শুরুর আগের দিন বাংলাদেশকে এক প্রকার হুঙ্কারই দিয়ে রেখেছিল নামিবিয়া । তাদের সেই হুঙ্কারকে উড়িয়ে দিয়ে গ্রুপের শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের দখলেই । কোন বিভাগেই স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি নামিবিয়ার যুবারা । টস জিতে প্রথমেই নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশী বোলারদের মারাতœক বোলিংয়ে দিশেহারা নামিবিয়ার ব্যাটসম্যানরা। ১০ রানের মধ্যেই ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে আসে ২৭ রান । এরপরই বাংলাদেশী স্পিনারদের ঘূর্নিজাদুতে ৬৫ রানেই শেষ নামিবিয়ার ইনিংস । তিন স্পিনার শাওন, মিরাজ ও আরিফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট । এই ম্যাচে ২ উইকেট সহ মোট ৭৪ উইকেট নিয়ে যুব ওয়ানডের ইতিহাসে পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার ডেভিন। এছাড়ার ১৭ রান আসে লওরেন্সের ব্যাট থেকে। । জবাবে বাজে শুরু বাংলাদেশেরও । শুন্য রানে প্রথম উইকেট পতনের পর ১৩ রানে নেই ২ উইকেট । কিন্তু শুরুর সেই ধাক্কা বাংলাদেশ ইনিংসে আর লাগতে দেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও জয়রাজ শেখ । জয়রাজ ৩৪ ও শান্ত ১৪ রানে অপরাজিত থাকেন । ৫ই ফেব্রুয়ারী কোয়ার্টার ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি