ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাউথ আফ্রিকার ফুটবলার স্টিভেন জেরোম পিয়েনারয়ের জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৫৫, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ১৭ মার্চ ২০১৬

স্টিভেন জেরোম পিয়েনার। সাউথ আফ্রিকার পেশাদার ফুটবলার। বর্তমানে মাঠ মাতাচ্ছেন এভারটন ক্লাবের হয়ে। খুব কম সময়ে ফুটবলে দারুণ নৈপূর্ণ্য দেখিয়ে নজর কেড়েছেন সমর্থকদের মন। দর্শক আজ স্টিভেন জেরোম পিয়েনারের ৩৪তম জন্ম দিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। স্টিভেন জেরোম পিয়েনার। সহকর্মীদের কাছে পিয়েনার নামেই পরিচিত এই ফুটবল উইঙ্গার। ১৯৮২ সালে ১৭ই মার্চ সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরে জন্মগ্রহন করেন তিনি। ফুটবল ক্যারিয়ারে প্রথম মাঠে নামেন ওয়েস্ট হাম ওয়েস্টবার্রি ক্লাবের জার্সি গায়ে। এরপর খেলেছেন ওয়েস্টবার্রি আর্সেনাল ক্লাবে। এছাড়া যুব ক্যারিয়ারে মাঠে নামেন স্কুল অফ এক্সিলেন্স ও এজাক্স কেপ টাউন ক্লাবের হয়ে। ১৯৯৯ সালে দুই মৌসুমের জন্য বয়সভিত্তিক ক্যারিয়ারে প্রথম খেলেন এজাক্স কেপ টাউন ক্লাবের হয়ে। ২০০১ সালে নতুন করে যোগদেন এজাক্স ক্লাবে। এই ক্লাবের হয়ে খেলেন ২০০৬ সাল পর্যন্ত। পাঁচ মৌসুমে এজাক্স ক্লাবের জার্সি গায়ে ম্যাচ খেলেছেন ৯৪টি ও গোল পেয়েছেন ১৫টি। এরপর চলে যান বরুশিয়া ডর্টমুন্ড। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন এভারটন ক্লাবে। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেযেছেন অনেক ক্লাব থেকেই। ২০০৮ সালে নতুন করে চুক্তিবদ্ধ হন পুরনো ক্লাব এভারটনে।  ২০১১ সালে টটেনহাম ক্লাবের হয়ে মাঠে নামেন তিনি। আর ২০১২ সাল থেকে খেলে যাচ্ছেন এভারটন ক্লাবের জার্সি গায়ে। এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। পিয়েনার খেলা শুরু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না। খেলেছেন জাতীয় পর্যায়েও। ১৯৯৯ সালে খেলেন সাউথ আফ্রিকা অনুর্ধ্ব-১৭ দলে। এছাড়া ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেন সাউথ আফ্রিকার জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে দায়িতœ কাধে নিয়ে অধিনায়ক হিসেবে ম্যাচ খেলে ৬১টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি