ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ১৬ মার্চ ২০২১ | আপডেট: ১৯:৫০, ১৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি ব্যারিস্টার মওদুদ আহমদের পিএস ও তার পরিবারের মাধ্যমে জেনেছি, তিনি মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।’

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন। তার সঙ্গে সিঙ্গাপুরে তার স্ত্রী হাসনা মওদুদ জসিমউদ্দীন আছেন। ওনার মেয়ে আমেরিকায় রয়েছেন। পরবর্তী পদক্ষেপগুলো আমরা জানিয়ে দেবো। এখনও কোনও বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গত ১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। তিনি কিডনি ও ফুসফুসের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন।

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি