ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডিএমপি’র ডিসি ও এসি পদমর্যাদার চার কর্মকর্তার বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ১৯ মার্চ ২০২১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দু’জন ও সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দু’জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলামকে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সহকারি পুলিশ কমিশনার মো. মাহিন ফরাজীকে গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারি পুলিশ কমিশনার এবং উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারি পুলিশ কমিশনার জয়ীতা দাসকে লজিস্টিকস্ বিভাগের সহকারি পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি