ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ৩ বিদেশী পিস্তলসহ ৩ হাজার পিস ইয়াবা ও ১৪শ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত : ১৮:৪৬, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ১৭ মার্চ ২০১৬

dmpরাজধানীতে আলাদা তিনটি অভিযানে মোট তিনটি বিদেশী  পিস্তলসহ সাড়ে তিন হাজার পিস ইয়াবা ও ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার উপ-পুলিশ কমিশনার মাশরুকুর রহমান খালেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন। গত ১৫ মার্চ যাত্রবাড়ি এলাকা থেকে আবুল খায়ের তুহিনের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তলসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, আটক ব্যাক্তি রাজধানীতে অবৈধ অস্ত্র কেনাবেচা করে। এছাড়াও ১৬ মার্চ দারুস সালাম এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সবশেষ গত রাতে যাত্রাবাড়ি থেকে মাদক স¤্রাট খ্যাত হারুনসহ ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ সাথে ৩৫ হাজার ইয়াবাও জব্দ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি