ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিএইচবিএফসি’র নতুন মহাব্যবস্থাপক খাইরুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৩ মার্চ ২০২১

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর নতুন মহাব্যবস্থাপক হিসেবে মো. খাইরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বিএইচবিএফসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলামকে পদোন্নতি প্রদানপূর্বক একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. খাইরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে অফিসার হিসেবে বিএইচবিএফসিতে যোগদান করেন। যোগদানের পর তিনি মাঠপর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।

তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি