ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা ও মোদি উদ্বোধন করলেন বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ২৬ মার্চ ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে উপমহাদেশের দুই মহান নেতা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান ও ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী স্মরণে ঢাকায় ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ উদ্বোধন করেছেন।

দুই প্রধানমন্ত্রী গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লীতে ভার্চুয়েল সম্মেলনে এই প্রদর্শনী উদ্বোধন করেন। বাংলাদেশের পর এই প্রদর্শনী যাবে জাতিসংঘে। এরপর ২০২২ সালে কলকাতায় প্রদর্শিত হবে।

প্রদর্শনী উদ্বোধনে বিআইসিসিতে পৌঁছলে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উভয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফটো সেশনে অংশ নেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি