ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্পিকার ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ৫ এপ্রিল ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে ‘বাংলা নববর্ষ-১৪২৮’ এর শুভেচ্ছা জানিয়েছেন। আজ বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এতথ্য জানিয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এ্যাড. মো. আবু তৈয়বের নিকট আজ দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি