ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টি টুয়েন্টি নারী বিশ্বকাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

প্রকাশিত : ১৯:৫৬, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৬, ১৭ মার্চ ২০১৬

bd womenটি টুয়েন্টি নারী বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ । ব্যাঙ্গালোরে শক্তিশালী ইংল্যান্ডের কাছে -৩৬ রানে বড় ব্যবধানে হারে লাল সবুজরা । টসে জিতে প্রথমে ব্যাট করে চারলোটে এডওয়ার্ডসের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের বড় সংগ্রহ গড়ে তোলে ইংল্যান্ড । ৫১ বলে ৬০ রান করেন এডওয়ার্ডস । ৭ টি চারের মার ছিল এডওয়ার্ডসের ইনিংসে । দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন নাতালি স্কিভার । বাংলাদেশের হয়ে জাহানারা আলম সর্বোচ্চ ৩টি উইকেট নেন । জবাবে শুরু বেশ ধীরগতিতে খেলতে থাকে বাংলাদেশ । উইকেটও হারায় কয়েকটি । শেষ পর্যন্ত জাহানারা সালমারা ৬ উইকেটে ১১৭ রান তুলতে সমর্থ হন । দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন নিগার সুলতানা । এছাড়া সালমা খাতুন ৩২ রানে অপরাজিত থাকেন ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি