ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২১ এপ্রিল ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের আরো বিস্তার প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে ১০ দশমিক ৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ জানান, ‘প্রধানমন্ত্রী সকল জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন।’

তিনি আরও বলেন, এই অর্থ জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় তালিকা অনুসারে তৃণমূলের অভাবগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হবে বলে জানান তিনি।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি