ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নূরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন ডিজিটাল নিরাপত্তা আইনে নূরের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির ডিজিটাল নিরাপত্তা আইনে বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় নূরের বিরুদ্ধে ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

মামলার এজাহারে বলা হয়, নুরুল হক তার ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। যা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালানো হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি