ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৯:৫০, ৮ জুন ২০১৭

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেয়া হয়। এতে সাফাত ও নাঈমের বিরুদ্ধে ধর্ষণে সরাসরি অংশ নেয়া এবং অন্য ৩ জনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়। অভিযোগ দায়েরের এক মাস দুই দিন পর আলোচিত এ মামলার অভিযোগপত্র জমা দেয়া হলো। সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলো সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। ৫ জনের মধ্যে ৪ আসামিই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি