ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজউকের নতুন চেয়ারম্যান আমিনউল্লাহ নুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৪ এপ্রিল ২০২১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সরকারের অতিরিক্ত সচিব এ বি এম আমিনউল্লাহ নুরীকে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার পরপরই এই সিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এ বি এম আমিনউল্লাহ নুরীকে পদায়ন করা হয়েছিল। 

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নুর আলম অবসরোত্তর ছুটিতে যান। পরে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি