ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শরণার্থীদে ফেরত পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত : ১৫:৪৪, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ১৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

euশরণার্থী সংকট নিরসনে গ্রিসে আসা শরণার্থীদের তুরস্কে ফেরত পাঠানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ’ নিয়ে প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত করতে আজ তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু’র সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তারা। চুক্তি অনুযায়ি, শরণার্থীদের গ্রহণের বিপরীতে তুরস্ককে দ্বিগুণ আর্থিক সহায়তাসহ শর্তপূরণ সাপেক্ষে দেশটির নাগরিকদের ইউরোপে ভিসামুক্ত চলাচলের সুযোগ দেয়া হবে। এছাড়া, তুরস্কে থাকা সিরীয় শরণার্থীদের শিগগিরি ইইউভুক্ত দেশগুলোতে পুনর্বাসন করা হবে। তবে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, তুর্কি সরকারকে শরণার্থীদের সুরক্ষার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এই চুক্তির ফলে শরণার্থীদের মানবাধিকার লংঘিত হবে বলে মনে করেছে বিভিন্ন সংস্থা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি