ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ১ মে ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে।

সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মিডিয়া জিসানুল হক বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ দেশের বেশ কয়েকটি স্থানে হেফাজতের সহিংসতায় সরকারি সম্পত্তি নষ্টসহ প্রাণহানির ঘটনা ঘটে। সহিংসতার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে আনা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি