ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

১৬ মে পর্যন্ত বিধি-নিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৫ মে ২০২১ | আপডেট: ১৫:০৭, ৫ মে ২০২১

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে বন্ধ থাকবে আন্তঃজেলা বাস। ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগের মতোই লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে মার্কেট শপিংমলে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া খোলা থাকবে শিল্প-কারখানা। এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বিধি-নিষেধ মানানোর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা অভিযান পরিচালনা করা হবে।

এর আগে কয়েক দফা লকডাউন বাড়িয়ে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। পরে সাতদিন করে দু-দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। এই লকডাউন শেষ হবে বুধবার দিবাগত মধ্যরাতে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি