ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আল-আকসায় হামলার নিন্দা বাংলাদেশের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১১ মে ২০২১

মুসলমানদের অন্যতম পবিত্র মসজিদ জেরুজালেমের আল-আকসা এলাকায় নিরপরাধ মুসল্লি ও সাধারণ জনগণের ওপর ইসরায়েলি পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও সাধারণ জনতার ওপর ইসরায়েলের সন্ত্রাসী কায়দায় হামলা ও সংঘাত এবং পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এ ধরনের হামলা মানবিকতার রীতি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন। এ ঘটনায় সারা পৃথিবীর নিপীড়িত মানুষ ক্ষোভে ফুঁসছে।’

বিবৃতিতে ফিলিস্তিন সংকটে দুই-রাষ্ট্রীয় সমাধান চাওয়ার অতীত অবস্থানও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। জেরুজালেমে সন্ত্রাসী কায়দায় আক্রমণ এবং দখলকৃত এলাকার ব্যক্তিগত সম্পত্তি জবরদখল বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের বর্ণবাদী নীতি ও ভীতিকর পদক্ষেপ দখলকৃত এলাকায় যুদ্ধাপরাধের শামিল হতে পারে।’

১৯৬৭ সালের যুদ্ধপূর্ববর্তী সীমানার আলোকে দ্বি-রাষ্ট্রিক সমাধানের আলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অবস্থানও বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সংঘাত ছেড়ে সংলাপের মাধ্যমে দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে দুই পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি