ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জয় পেয়েছে বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা

প্রকাশিত : ১৬:৩৪, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৪, ১৮ মার্চ ২০১৬

tenisবিএনপি পারিবাস ওপেনে জয় পেয়েছে বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। মাগদালেনা রাইবারিকোভাকে হারিয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচের প্রথমে ৬-০ সেটের সহজ জয় পায় আজারেঙ্কা। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটে ঘুরে দাড়াতে চাইলেও পেরে উঠেনি রাইবারিকোভা। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটেও ৬-০ তে জয় তুলে নেন আজারেঙ্কা। সেই সাথে মেয়েদের সেমিফাইনাল নিশ্চিত করলো ভিক্টোরিয়া আজারেঙ্কা। ২০১২ ও ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন এই ২৬ বছর বয়সী এই টেনিস তারকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি