ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উত্তর কোরিয়া সাগরে স্বল্পমাত্রার মিসাইল ছুঁড়েছে

প্রকাশিত : ১৬:২৭, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:২৭, ১৮ মার্চ ২০১৬

koriaযুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ আরোপের পরই, সাগরে স্বল্পমাত্রার মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এ’ খবর নিশ্চিত করেছে। দেশটির পূর্ব উপকূল থেকে এই মিসাইল ছোঁড়া হয়, যা প্রায় ৮শ’ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়ে। তবে, এ’ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। স্যাটেলাইট উৎক্ষেপনকে কেন্দ্র করে বৃহস্পতিবার নির্বাহী ক্ষমতা বলে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরফলে যুক্তরাষ্ট্রে, উত্তর কোরিয়া সরকারের সব সম্পদ বাজেয়াপ্তসহ বন্ধ হয়ে গেছে বিনিয়োগ ও রফতানি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি