ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব হলেন শহিদউল্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ২০ মে ২০২১ | আপডেট: ২২:০৮, ২০ মে ২০২১

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নতুন মহাসচিব হলেন কে এম শহিদউল্যা। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তাকে এ দায়িত্ব দেন।

সংগঠনের মহাসচিব প্রয়াত সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের পক্ষ থেকে মহাসচিবের শূন্য পদটি পূরণের জন্য প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। সেই আবেদনে কে এম শহিদউল্যাকে মহাসচিবের দায়িত্ব দেন শেখ হাসিনা।

সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে কে এম শহিদউল্যা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, এই সংগঠনের জন্ম ৩৩ বছর আগে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। ঢাকাসহ সারাদেশেই আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি